About অধ্যক্ষ


পাইক মোঃ নূরুল ইসলাম, অধ্যক্ষ, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারি মহাবিদ্যালয়, উত্তরা, ঢাকা -এর সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত: পাইক মোঃ নূরুল ইসলাম ২০তম বিসিএস (জেনারেল) এর মাধ্যমে ২০০১ সালে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক হিসেবে সরকারি কলেজে যোগদান করেন। তিনি প্রভাষক ও সহকারী অধ্যাপক হিসেবে ২০০২ থেকে ২০১৩ সাল পর্যন্ত সরকারী সিটি কলেজ, চট্টগ্রাম এবং নোয়াখালী সরকারী কলেজ, নোয়াখালীতে চাকরি করেন। ২০১৩ সালে তিনি জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম)-এর প্রশিক্ষণ ও বাস্তবায়ন বিভাগে সহকারী পরিচালক পদে যোগদান করেন। ২০১৬ সালে তিনি উচ্চতর গবেষণার জন্য ডেপুটেশন পান। ২০১৮ সালের ২০ সেপ্টেম্বর তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারি মহাবিদ্যালয়, উত্তরা, ঢাকায় অধ্যক্ষ হিসেবে যোগদান করেন। পড়াশুনা : তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রাজনীতি বিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। গবেষণা : বর্তমানে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ে তিনি-Impact of Parental Demographics on Dropout in Rural Bangladesh: A Study in secondary Education এর উপর পিএইচডি গবেষণায় রত। অতিরিক্ত ডিগ্রি : ২০১৫ সালে তিনি National University of Educational Planning and Administration (NUEPA), New Delhi, India থেকে International Diploma in Educational Planning and Administration ডিগ্রি অর্জন করেন। প্রশিক্ষণ প্রদান : জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি(নায়েম)-এ অবস্থানকালে তিনি Advanced Course on Educational Management (ACEM), Senior Staff Course on Educational Management (SSCEM) নবাগত বিসিএস (শিক্ষা) ক্যাডার কর্মকর্তাদের ফাউন্ডেশন কোর্সে প্রশিক্ষণ, সরকারি এবং বেসরকারি কলেজের অধ্যক্ষগণের প্রশিক্ষণসহ স্কুল ও কলেজ লেভেলে নানারকম প্রশিক্ষণ কর্মকাণ্ডের সাথে যুক্ত ছিলেন। প্রশিক্ষণ গ্রহণ : তিনি Educational Planning and Development Course, Communicative English Course, Gender and Development Course, Faculty Development training course সহ বিভিন্ন প্রশিক্ষণ কোর্স এবং দেশে বিদেশে নানাধরণের সেমিনার ও সিম্পোজিয়ামে অংশগ্রহণ করেন। আগ্রহের বিষয় : শিল্প সাহিত্য চর্চা ও শিক্ষার্থীদের এ বিষয়ে অনুপ্রণিত করার ক্ষেত্রে তাঁর বিশেষ আগ্রহ রয়েছে।